চোখের জন্যে স্মার্টফোন ক্ষতিকর!
স্মার্টফোন ছাড়া বর্তমান জীবন সত্যিই কল্পনা করা যায় না। সত্যি বলতে কী আমরা স্বীকার করি বা নাই করি দিনে দিনে স্মার্টফোনের উপর আমাদের নির্ভরশীলা বাড়ছেই। চক্ষু রোগ বিশেষজ্ঞ ডা. কালকি মেহতা বলেন, ‘স্মার্টফোনে সবচেয়ে বড় সমস্যা হলো এটি চোখের খুব কাছাকাছি ধরা হয়। দীর্ঘ সময় এটি চোখে কাছে ধরে থাকার ফলে চোখে ব্যথা, শুষ্কতা এবং মাথা ব্যথার সৃষ্টি হয়।’ আর যদি আপনি এরইমধ্যে কন্ট্রাক্ট লেন্স ব্যবহার করে থাকেন তাহলে তো সমস্যা আরো প্রকট। এর কারণ হলো আপনার চোখ এরইমধ্যে কন্ট্রাক্ট লেন্সে অভ্যস্ত...
Posted Under : Health News
Viewed#: 16
See details.

